মহসিন আলম মুহিন
জীবনে যদি ভুল হয়
সঠিক পথে চলা,
থমকে দাঁড়ায় সময়-
যায় না সত্য বলা।।
পাশেই থাকে কত আপন
দেয় না তারা ধরা,
বিষিয়ে তোলে সোনার জীবন-
ছায়ার মাঝে খরা।।
আলোর পথে কালোর রেখা
কষ্টের নাই যে শেষ,
সুখের মাঝে দুঃখের দেখা-
নষ্ট জীবন, নাই ভালোর রেশ।।
যায় না পাওয়া কূল কিনারা
ভাসি স্রোতের জলে,
স্বপ্ন গুলো খায় যে ধরা-
জীবন, থেমে থেমেই চলে।।
#মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মুঠোফোন-০১৭১৬৯১৩৯৩৯