স্টাফ রিপোর্টার: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বাবা—ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও একটি ছুরি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দিয়ে সোমবার (১ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার মধ্যরাতের দিকে উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের এসব দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন — উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামের সালাম মণ্ডল (৫৩) ও তার ছেলে মোঃ হেলিম মণ্ডল (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগাঁও গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সালাম মণ্ডল ও তার ছেলে মোঃ হেলিম মণ্ডলকে আটক করা হয়। এ বিষয়ে ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, অপরাধ দমন ও আইন—শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় তাদেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র অবৈধভাবে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।