মোঃশাহেদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার।
উক্ত নির্বাচনে কক্সবাজার জেলার দুই শীর্ষ নেতার ঐতিহাসিক পরাজয় ঘটে। জনগণের শতস্ফূর্ত ভোটের মাধ্যমে কালো টাকার বিশাল পরাজয় ঘটে বলে সাধারণ জনগণ মন্তব্য করেন। ভোটার উপস্থিতি কম হলেও জেলার তিনটি উপজেলার মধ্যে সাধারণ ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
মহেশখালী উপজেলার উপজেলায় জয়নাল আবদীন ৩৮১২৯ ভোট (দোয়াত কলম প্রতীক ) এবং তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ হাবিব ৩৫৮৫৯ ( টুপি প্রতীক)ভোট পায়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সালেহ (বই প্রতীক) এবং নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল ( কলস প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন ।
কুতুবদিয়া উপজেলায় ২৭২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হানিফ বিন কাশেম ( ঘোড়া প্রতীক) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দিন (আনারস প্রতীক) নিয়ে নির্বাচিত হন। বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী ৩৯৬৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নতুন নির্বাচিত চেয়ারম্যান তারা উভয়ই চাচা ভাতিজা সম্পর্ক। পুরুষ ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকবর খান এবং মহিলা বাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি (কলস প্রতীক) নিয়ে বিজয়ী হন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে ৩৬হাজার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় নুরুল আফসার (মোটর সাইকেল) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান ( আনারস প্রতীক) পেয়েছেন 27 হাজার আটশত ভোট পেয়েছেন ।
পুরুষ ভাইস চেয়াররম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রশিদ মিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা রোমানা আক্তার (ফুটবল প্রতীক)।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ