সিলেট অফিস::
এবার ঈদুল ফিতরে সিলেটের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিবে ড্রোন। শাহী ঈদগাহ ও আশাপাশ এলাকা থাকবে কঠোর নজরদারির আওতায়। যেকোনো ধরণের নাশকতা ঠেকাতেই সিলেট মহানগর পুলিশের এই উদ্যোগ।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, এবার ঈদে মুসল্লিদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। বোম ডিসপোজাল টিম থাকবে। ক্রাইম রেসপন্স টিমের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও সক্রিয় থাকবে।
তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলাউর ও শাহী ঈদগাহের মোতাওয়াল্লী শফিক বখত।
সিলেটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। এবার এখানে মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়ার আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনের সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহেই ঈদের নামাজ আদায় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ