নিজস্ব প্রতিবেদক:: এবার আম্বরখানা ফাঁড়ির চৌকোস ইনচার্জ উপ-পরিদর্শক সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ১১৭ বস্তা ভারতীয় চিনি সহ ০১টি ট্রাক আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায় অদ্য ২৯ জুন ২০২৪খ্রিঃ ভোর রাত ০২.৫০ ঘটিকার সময় আম্বরখানা পুলিশ ফাঁড়ির চৌকোস ইনচার্জ এসআই(নিঃ)/সুজিত চক্রবর্তী সঙ্গীয় রাত্রিকালীন সিয়েরা-৩২ এর অফিসার এএসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম আল সুমন ও সঙ্গীয় ফোর্সসহ শাহী ঈদগাহ অবস্থান করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কোম্পানীগঞ্জ-টু সিলেটগামী রোডে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক গোয়াইনঘাট হতে সিলেট শহরের দিকে আসছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই(নিঃ)/ সুজিত চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ভোর রাত ০৩.০৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন আম্বরখানা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে অপেক্ষা করেন। এ সময় একটি প্রাইভেট কার আসতে দেখে সিগনাল দিয়ে আটকিয়ে তল্লাশি করতে চাইলে তারা সিলেট ক্লাবের সদস্য পরিচয় দেয় এসময় তল্লাশীকালে চিনিবাহী গাড়ী দাড়িয়ে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দিলে হৈহুল্লুর শুরু হয়। এদিকে প্রাইভেট কারে ধাক্কা লাগার পর চিনি ভর্তি ট্রাক গাড়ী পুলিশের চেকপোষ্ট দেখে গাড়ীটি থামিয়ে গাড়ী হতে ড্রাইভার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। তখন উক্ত স্থানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অজ্ঞাতনামা ২/৩ জন পলাতক আসামীদের রেখে যাওয়া ট্রাক গাড়িটি তল্লাশী করে সর্বমোট ১১৭(একশত সতের) বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক উক্ত চিনি সহ চোরাচালান কাজে ব্যবহৃত ০১টি ট্রাক গাড়ী, যার রেজিঃ নং-সিলেট-ড-১১-১৪২৩(চেসিস নং ও ইঞ্জিন নং দৃশ্যমান অবস্থায় পাওয়া যায় নাই) ভোর ০৩.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/ সুজিত চক্রবর্তী জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এরই মধ্যে প্রাইভেট কারের যাত্রীীরা মহানগর ছাত্রলীগ সভাপতি কিশোওয়ার জাহান সৌরভকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন একটি চিনি ভর্তি ট্রাক গাড়ী জব্দ করা হয়েছে।
এরপর রেজিঃ নং-সিলেট-ড-১১-১৪২৩ এর ড্রাইভার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৪,তাং-২৯/০৪/২০২৪খ্রিঃ, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়।