স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণায় আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বেলা ৪.৩০ ঘটিকায় উত্তরা ব্যাংকের আয়োজনে মঙ্গলবার উত্তরা ব্যাংক নেত্রকোণা কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপক মোঃ খলিরউল্লাহ্ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংক উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান উত্তরা ব্যাংক (পিএলসি) ময়মনসিংহ অঞ্চল, মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠী ও অভিবাসী শ্রমিককে আধুনিক ব্যাংকের আওতায় আনতে হবে। অনেক মানুষ আছে যারা ব্যাংকে আসতে ভয় পাই তাদেরকে ব্যাংক সম্বন্ধে ভাল ধারনা দিতে হবে। সরকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ক্যাশ লেস ব্যাংকিং সহ ব্যাংকের সাথে সকল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশে সকল নাগরিক ঋন পাওয়ার যোগ্য। তবে ঋন নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। উত্তরা ব্যাংক সহজ শর্তে ঋন প্রদান করে। নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরা উত্তরা ব্যাংক থেকে ঋন নিয়ে স্বাবলম্বী হচ্ছে। উত্তরা ব্যাংকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ লেন-দেন ও মোবাইল ব্যাংকি এর সকল সুযোগ সুবিধা রহিয়াছে। সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে উত্তরা ব্যাংক সারতী হিসাবে কাজ করে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা বালিশের নিচে না রেখে ব্যাংকে রাখার আহŸান জানান। এতে আপনার টাকা যেমন বৃদ্ধি পাবে দেশের উন্নয়নে অংশদারিত্ব হবেন আপনি। নি¤েœ আয়ের সকল মানুষকে ব্যাংক একাউন্ট করতে কর্মকর্তাগণের প্রতি দিক নের্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। উত্তরা ব্যাংক পিএলসি নেত্রকোণা শাখার ব্যবপস্থাপক মোঃ খলিরউল্লাহ্ ভূঁইয়া সমাপনি বক্তব্যে যে কোন ব্যাংকে হিসাব খুলে টাকা লেন দেন করার জন্য উপস্থিত সকলের প্রতি আহŸান জানিয়ে ব্যাংক হিসাব খোলার সুফল ব্যাখা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় নেত্রকোণা কলমাকান্দা, দুর্গাপুর উত্তরা ব্যাংকের ব্যাবস্থাপক এবং উত্তরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ ও গ্রাহক সাধারণ জনগন উপস্থিত ছিল। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন মোঃ সিরাজুল ইসলাম প্রিন্সিপাল অফিসার উত্তরা ব্যাংক, নেত্রকোণা শাখা।