,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,
প্রতিবছর ন্যয় এ বছরেও ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসা সমিতির ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।বুধবার ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসা সমিতির নিজ কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন থেকে আলোচনা করেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। খতিব জয়নগর বড়ই চড়া কেন্দ্রীয় জামে মসজিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী নবনির্বাচিত বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নান্নু রহমান, BRB কেবলএর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম, BBS কেবলএর ব্রাঞ্চ ম্যানেজার মেহেদী হাসান, SQ কেবলএর ব্রাঞ্চ ম্যানেজার হেলাল উদ্দিন, RRকেবলএর প্রতিনিধি,এছাড়া অন্যান্য ইলেকট্রিক মার্কেটিংএর সকল সেলস অফিসার। ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায় সমিতির সভাপতি শামীম আহমেদ, ভাইভাই ইলেকট্রিক এর স্বত্বাধারী মোঃ জাহাঙ্গীর আলম,RR এন্টারপ্রাইজ স্বত্বাধারী মোঃ রাশেদ আহমেদ শোভন, ইমন এন্টারপ্রাইজ এর রবিউল ইসলাম রবি, চাঁদনী ইলেকট্রিকের মিনারুল ইসলাম, আমান ইলেকট্রিকের আমানুল্লাহ, MR ইলেকট্রিকের মিজানুর ও অন্যান্য সকল সদস্যবৃন্দ।