,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার ধাক্কায় কমল (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কমল উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা লাইনপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমল সাইকেলে করে ঈশ্বরদী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’