রিপোর্টার মোঃ আলমগীর হোসেন,, পাবনা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার প্রায় সাড়ে তিন হাজার সুবিধা বঞ্চিত মানুষ। বুধবার দিনব্যাপী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিক নগর উচ্চ বিদ্যালয় মাঠে জাহানারা বেগম ও এমএ হাই মেমোরিয়াল ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
ঢাকা শেরে বাংলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজী এর অধ্যাপক এবং জাহানারা বেগম ও এমএ হাই মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈশ্বরদীর কৃতি সন্তান ডাঃ ফয়সাল ইসলামের নেতৃত্বে ঢাকা থেকে আগত গাইনী, মেডিসিন, সার্জারি, দন্ত, নাক কান গলা, শিশু বিশেষজ্ঞের ২০ সদস্যের একটি মেডিকেল টিম ১০ টি ক্যাম্পের মাধ্যমে এ স্বাস্থ্য সেবা প্রদান করেন।
সকাল আটটায় কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ ফয়সাল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম সহ অন্যান্যরা। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন ক্লিনিকের স্বাস্থ্য সেবিকা, পল্লী চিকিৎসক, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা শাখার সদস্যরা কার্যক্রমের সার্বিক সহযোগীতা করেন। এছাড়া তাদের সঙ্গে সংযুক্ত হয়ে সলিমপুর স্পোটিং ক্লাবের সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ও অস্বচ্ছল রোগীদের সম্পূর্ণ বিনামূল্য মূল্যে ঔষধ প্রদান করা হয়। এমন মহৎ উদ্যোগ গ্রহনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।