আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার:
ঈশ্বরদীতে নিজ জমিতে বাড়ি নির্মাণেরদাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
মঙ্গলবার (৪মার্চ২০২৫) দুপুরে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শারমিন সুলতানা রিপা।
এ সময় রিপা বলেন ঈশ্বরদী পৌরসভার পাতিলা খালি মৌজায় আমার স্বামীর নিজস্ব জমিতে বাড়ি করতে গেলে মাসুদুর রহমান বাচ্চু ও জাহানারা সুলতানা রিমা জোর পূর্বক বাধা প্রদান করেন এবং বাড়ির আবাসিক গ্যাস লাইন বন্ধ করে দীর্ঘদিন থেকে হয়রানি করে আসছেন। এব্যাপারে স্থানীয় ভাবে সালিশ করেও কোন সমাধান না পেয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি আরো বলেন মাসুদুর রহমান বাচ্চু ও জাহানারার সুলতানা রিমা আমাদেরকে প্রাণ নাশের হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এর সুষ্ঠ তদন্ত পূর্বক আমার বাড়ি নির্মাণ ও গ্যাস লাইনের পুনঃসংযোগসহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এব্যাপারে কোহিনূর বেগম জানান বাচ্চু ও আসাদুজ্জামান আমার পুত্র। আবাসিক গ্যাস লাইনটি আমার নিজ নামের লাইন। কিন্তু বাচ্চু সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ছোট ছেলের বাড়ির আবাসিক গ্যাস লাইন বন্ধসহ তার বাড়ি নির্মাণের কাজে বাধা সৃষ্টি করে। আমি চাই আমার গ্যাস লাইন উভয় ছেলে ব্যবহার করুক এবং উভয়ে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করুক।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ