1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প জামালপুর। - Bikal barta
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:১৭|
সংবাদ শিরোনামঃ
ধামইরহাটে ইএসডিও এর কার্যক্রম উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন শেষ হলো বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈশাখী মেলা ধামইরহাটে যুবদল কর্তৃক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা গোয়াইনঘাটে বিএসএফ ও স্থানীয়দের মাঝে উত্তেজনা সিলেটে পুলিশের পৃথক অভিযান : ১৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান এমন জীবন তুমি করিবে গঠন: মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাহসিনা রুশদীর লুনা  পুরোনো সড়কে নতুন কার্পেটিং! সাপোর্টিং ফাইল খুঁজে পাচ্ছে না এলজিইডি ঝিনাইদহের কালীগঞ্জে সাদা পোশাকে পুলিশের হামলা ও নিরীহ মানুষের নামে মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প জামালপুর।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 46 জন দেখেছেন

 

হাসান আলী: জামালপুর: প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা। (১২ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০:০০ টায় দু দিনব্যাপি প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলমান থাকবে বলে জানা যায়।

 

 

উক্ত প্রোকাশনা উৎসবে জনতার উৎসবমু‌খর পরিবেশ তৈর হয়। এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন নববর্ষের প্রকাশনা, স্টিকার, ক্যালেন্ডার, বাচ্চাদের বই, বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান এবং ইসলামিক বই বিক্রি করা হচ্ছে। এছাড়াও সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, ব্লাড প্রেসার ও ফ্রি ঔষধ পাচ্ছে।

 

 

পরিদর্শনে দেখা যায়, ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প এবং প্রকাশনা উৎসব ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়াও সেখানে ছাত্রশিবিরের বিভিন্ন নববর্ষের প্রকাশনা, স্টিকার, ক্যালেন্ডারসহ বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বই বিক্রি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন।

 

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের জামালপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের ম্যাসেজ পৌঁছে দিতে পারছি। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

 

এ সময় বাংলাদেশ জামায়ত ইসলামী মোমেনশাহী অঞ্চল টিম সদস্য এবং দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ (জামালপুর) ১-আসনের নমিনী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, ‘ইসলামি ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন। তাদের ইতিবাচক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে সারা ফেলেছে।’

 

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ‘ইসলামি ছাত্রশিবিরের এটা একটি চমৎকার উদ্যোগ। আশাকরি তারা এ কার্যক্রম প্রতিবছরই চালিয়ে যাবে।’

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!