মো:শরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
আজ( ২১শে ফেব্রুয়ারি ) শুক্রবার বাদ জুমআ শিয়ালকোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে আল্লাহ ও রাসূলুল্লাহ (স:)নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা হাসান গালিবের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে আলেম-ওলামা এবং তৌহিদী ছাত্রজনতা উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামীন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করায় রাখাল রাহা ও হাসান গালিবের শাস্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়। বাদ জুমআ বাজার মসজিদ পাঙ্গনে মুসল্লি এবং তৌহিদী ছাত্র-জনতা উপস্থিত হতে থাকেন। বাজার মসজিদ হতে পুরো এলাকা প্রদক্ষীন শেষে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রাখাল রাহা ও হাসান গালিবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। আমাদের দেশ অসাম্প্রদায়িকতার একটি দেশ। আমরা সমস্ত ধর্ম-বর্ণের জাতি মিলেমিশে বাস করি। মুসলিম জাতি কখনো অন্য ধর্মাবলম্বীদের ধর্মে আঘাত হানে না। কিন্তু মুসলমানের শান্তির ধর্ম ইসলাম সম্বন্ধে, আল্লাহ এবং তাঁর রাসূল সম্বন্ধে কটুক্তি করলে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে তৌহিদ জনতা জানান। আল্লাহ এবং তার রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি কারী রাখাল রাহা হাসান গালিবের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।