মহসিন আলম মুহিন
আমায় মুক্তি দাও! কান্না হারিয়ে ফেলেছি জ্যৈষ্ঠের উত্তাপে! মায়ের জঠর থেকে পড়েই
দুধের চিৎকারে মুখে তুলেছি বেঁচে থাকার প্রথম স্বাদ!
তিল তিল করে বড়ো হতে কতো আঘাত লেগেছে বুকে-
থেঁতলে গেছে নরম মাংস পিণ্ড সহ কোষ-কলা! আমি নির্বাক তাকিয়ে তাকিয়ে চুষেছি আগামীর সব দুঃখ!
বড় না হতেই কাঁধে এসে চেপেছে কতো চাওয়া পাওয়া; দায়িত্ব বোধ! যদিও অপারগ আমি! তবুও তুলে নিয়েছি হাতে কাস্তে, কোদাল, মৌলিক চাহিদা নিবারণে! আবার নিয়েছি শাবল-হাতুড়ি কেটে স্বচ্ছতা এনেছি সভ্যতার!
আমাকে নিঃশেষ করে জ্বেলেছি আলোর শোভা!
আবার একটু স্বাধীন চলতেই অপশক্তিকে করেছি পরাজিত! ছিনিয়ে এনেছি বুকের তাজা রক্তে স্বাধীনতার লাল সুর্য! হারিয়ে ফেলেছি তরতাজা হাত,
পায়ে চলার গতি! কখনো বুলেট, কখনো বেয়নেট, আমাকে করেছে আলিঙ্গন! সংসারের প্রয়োজনে দাপিয়ে বেড়িয়েছি কত বন্ধুর পথ-কতো প্রয়োজন, কতো ঘাম, ঝড়েছে অজান্তে! সারা দুনিয়ার নর-নারী ভালো থাকুক, মানুষের মত থাকুক; কত সভা, কত সমাবেশ ইতিহাসের পাতায় এঁকেছি! আজ আমার আমিকে বহিবার শক্তি কর্জ করতে হয়! ধার দেনায় ভরে উঠতে চায় স্বাধীন জীবন! না-না এ অসম্ভব! আমি এ দান পারবো না গতরে মাখাতে! ভালো থাকো পৃথিবী, ভালো থাকো আগত-অনাগত উত্তরাধিকার! আমায় মুক্তি দাও, মুক্তি দাও, নীল আকাশের ওপারে চলে যাবো! মেঘের কোল ঘেঁষে ঘুমের দেশে! বিদায়! বিদায়! বিদায় অবশেষে।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর।
উপজেলাঃ-চৌহালী।
জেলাঃ-সিরাজগঞ্জ।
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ