মোঃ মশিউর রহমান
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ছাগল চোর বলায় রোমান মিয়া (০৬) নামে এক শিশুকে হত্যা করেছে আশিক (১৪) নামে এক কিশোর। নিহত রোমান লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ত্রিমোহনী সেতু বাজার এলাকার আমিনুর রহমানের ছেলে। নিহত শিশু, আশিককে ছাগল চোর বলায় গত শুক্রবার আদিতমারী উপজেলার সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায় আশিক। পরদিন শনিবার স্থানীয়রা ওই তামাক ক্ষেতে প্রবেশ করলে শিশু রোমানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলেও তৎক্ষনাত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি জানান, এ ঘটনায় মোঃ আশিক মিয়া (১৪) পিতা: মুসা মিয়া নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আটককৃত আশিক এলাকায় চুরি করত। গত কয়েকদিন আগে সে একটি ছাগল চুরি করে পার্শ্ববর্তী এক হাটে বিক্রি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নিহত শিশু রোমান, আসামি আশিককে ছাগল চোর বলায় এতে আশিক ক্ষিপ্ত হয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হত্যার পরিকল্পনা করে। নিহত শিশু রোমানের বাবা মোঃ আমিনুর ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। লালমনিরহাট জেলা পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন দিনের মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে মুলহোতা আশিককে গ্রেফতার করে।