মহসিন আলম মুহিন
প্রাচীন হতে হিসাব করে আজকের সভ্যতা, সবখানে আছে শ্রমিকের দান নাই কোনো কৃপণতা, তাদের রক্তে রাঙা রাজপথ মে মাসের সেই দিন! বেড়েছে দেনা আর বেশি নয়! শোধ দিতে হবে ঋণ।।
পৃথিবীর যত বৃহৎ কর্ম সবার নজর কাড়ে,
মহান শ্রমিক গড়েছে পুড়ে, রোদ বৃষ্টি ঝড়ে! এ যে তাদের নক্সীকাঁথা স্মৃতি মাখা অবদান- তবুও তারা হতভাগ্য! পায় না স্বীকৃতি-পায় না সম্মান।।
ব্যবিলন, মিশর, গ্রীক, মেসোপোটেমিয়-পারস্য, বৃটিশ, মোগল; সব সভ্যতায় সক্রিয় তারা, শুধু তাদের হিসাবটা গড়ল, সামান্য দু’মুঠো অন্নের তরে স্বজনের মায়া ছাড়ে, দুর্ভাগ্য! দিনের শুরু, রাতের শেষেতে তারাই শুধু মরে।।
রাজপ্রাসাদ, হাম্মামখানা-সুউচ্চ অট্টালিকা সব খানে উজ্জ্বল তাদের স্বাক্ষর তাদের মুচলিকা, আবার তারা “জন হেনরী” আগ্রার-(কীর্তি)-কারিগর, কেউ ভাবে না তাদের নামটাই পেট্রোনাস, টুইন টাওয়ার।।
তাদের চেনে না কেউ, তাদের বোঝে না কেউ, যেমন জানে না কৃষকের বুকে কোন সে ব্যথার ঢেউ, ছেলে তার বড় ডিগ্রি নিয়ে বড় কর্মে রয় ভাঙ্গা বুক নিয়ে আশা কেঁদে মরে কৃষাণির আঙিনায়।।
কখনো তাদের শ্বাসহীন দেহ খনির মাঝেতে পাই! কখনো তারা দ্বার বন্ধ হয়ে পুড়ে কয়লা ছাই! কখনো হঠাৎ মাথার উপরের ছাদ খানি ধ্বসে পড়ে! কেউ বোঝেনা সব স্বপ্ন শেষ! এই ভব সংসারে।
কত রাজপথ, কত প্রাসাদে তাদের তাজা খুন! আজও তারা মরে অনাদরে পায় না তাদের গুণ! আজও তাদের অধিকার গুলো ভাঙ্গা পাঁজরে কাঁদে! পায় না মুক্তি চাওয়া পাওয়া গুলো- আটক অজানা ফাঁদে।।
আর কত তাজা প্রাণ ঝরে যাবে “তাজরিনে”! স্পেকট্রাম ধ্বসে হারালো যারা ফিরবে কি কোন দিনে? তারাও মানুষ আমাদের ভাই আমাদের কোন বোন, এসো সবে মিলে নিরাপদ করি তাদের আবাসন।।
আর যেনো কভু ফিরে না আসে “সাভারের ট্রাজেডি” হাজারো লাশের গন্ধে না ভাসে বিকৃত কমেডি! আর কোন বোন শাহিনার চিৎকার ভেসে না আসে কানে! ডাক শুনে ভাই কায়কোবাদ না যায় ছুটে অকাল মৃত্যুর টানে।।
সমাজের যারা বিত্তশালী দেশের কর্ণধার সকলের তরে দাবী মোদের খোল দক্ষিণ দ্বার, সোনার বাংলার মেরুদণ্ড সোজা রাখতে আজ, নতুন করে আলোচনা কর আনো নতুন “রাজ” (আইন)।।
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ হয়ত কর্মে ভিন্ন ভাব, আজকে দীপ্ত শপথ হোক ত্বরাবো তাদের সব অভাব, এসো সবে মিলে ত্যাগী হই আজ রাখি বড় অবদান,
ধ্বংস হতে ফিরে এসে মোরা গাই নতুনের গান।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং – ০১৭১৬৯১৩৯৩৯