মুন্সিগঞ্জ শ্রীনগর প্রতিনিধি: শ্রীনগর থানার বীরতারা ইউপিস্থ ছয়গাঁও সাকিনস্থ ব্রীজের উপরে নীল রংয়ের মিশুক (অটোগড়ী)চুরির ঘটনায় ১. মোঃ বাচ্চু মিয়া(৩৫), পিতা-মৃত ইদ্রিস , ঠিকানা স্থায়ী- সাং-রোহালিয়া , উপজেলা/থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী, ২. মোঃ হাবিব(৬০), পিতা-মৃত খলিল পেদা , ঠিকানা: স্থায়ী-সাং-বুরাইলা, উপজেলা/থানা- গলাচিপা, জেলা -পটুয়াখালী,৩. মোঃ জুয়েল কাজী(৪০), পিতা-কাজী মোহাম্মদ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দেওভোগ, উপজেলা/থানা- মির্জাপুর, জেলা -টাঙ্গাইল’দের ইং-০৪/০২/২০২৫ খ্রিঃ শ্রীনগর থানাধীন ষোলঘর বাসস্ট্যান্ড এলাকা হতে স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।