1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি আদায়ে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে কাজ করতে হবে : সভায় বক্তারা - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:৪৬|

১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি আদায়ে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে কাজ করতে হবে : সভায় বক্তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪,
  • 116 জন দেখেছেন

 

মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার:

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনার বিএমএ মিলনায়তনে ১৯৭১: গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে ‘একাত্তরের মুক্তিযুদ্ধে চুকনগরের গণহত্যা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। তিনি মহান মুক্তিযুদ্ধে খুলনার চুকনগর গণহত্যাকে একক বৃহত্তম গণহত্যা উল্লেখ করে বলেন, এই দেশে মুক্তিযুদ্ধের সরকার এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই দিনটিকে সরকারীভাবে জাতীয় গণহত্যা দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারের দ্বারাই সম্ভব মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভ করা। সভায় সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে টেলিভিশনের সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, হুমায়ুন কবীর ববি, অধ্যক্ষ এ বিএম শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবদুস সালাম, মফিদুল ইসলাম, রসু আক্তার, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ ও চুকনগর গণহত্যার দিনে শিশুকন্যা ছিলেন সুন্দরী বালা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!