1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
হবিগঞ্জের অলিপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিং খোলার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন শেখ শাহাউর রহমান বেলাল! - Bikal barta
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১:২১|
সংবাদ শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া’ এসআই আটক সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি(সা.অ.বা.সো) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মহেশপুরে জামায়াতের নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। চকরিয়ায় দুই টিসিবির ডিলার নিয়ে তদন্তে উচ্চ পর্যায়ের কর্মকর্তা সিলেটের কাস্টঘর সুইপার কলোনী যেন মাদকের স্বর্গরাজ্য, বেপরোয়া মাদকের ডিলার সেলিম ও ইয়াবা আবুল  পাথরঘাটায় মাদক প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন ভাঙ্গায় চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা,দুর্ভোগে তিনশত পরিবার  দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ইফতার মাহফিল ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন ——ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কবি ও কবিতার বন্ধন

হবিগঞ্জের অলিপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিং খোলার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন শেখ শাহাউর রহমান বেলাল!

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫,
  • 193 জন দেখেছেন

বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার কেশবপুর গ্রামের ঘরজামাই মৃত শেখ মকলিছুর রহমান (পীর সাহেব) এর ছেলে শেখ শাহাউর রহমান বেলাল। বেশ কিছু দিন পূর্বে ইউসিবি ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখা খোলা হচ্ছে বলে, এলাকায় বেশ প্রচার করে আসছিল। এক পর্যায় পাটনার নেওয়ার বিষয়ে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় ব্যস্হ হয়ে বেশ কয়েক জনকে পাটনার নেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করেন। এবং তাদের কাছে থেকে মোটা অংকের টাকা নেন। কিছু দিন পর অলিপুরে এজেন্ট ব্যাংকিং এর শাখা খুলেন।
অলিপুরে এজেন্ট ব্যাংকিং এর শাখা চালু করার কিছু দিন যেতে না যেতেই চার জন পাটনার জানতে পারেন এই শাখার সাথে তাদের কোন সম্পর্ক নেই পাটনার হিসেবে। খুজ নিয়ে বিষয়টিরও সততা পেলেন পাটনারগন।

১.ইকবাল হোসেন নামে ব্যক্তির কাছ থেকে পাটনার নেওয়ার নামে নিয়েছেন ৩০ হাজার টাকা (২.) মোঃ আরিফ নামে ব্যক্তির কাছ থেকে পাটনার নেওয়ার নামে নিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার টাকা (৩.) শাকিল নামে ব্যক্তির কাছ থেকে পাটনার নেওয়ার নামে নিয়েছেন ৭৫ হাজার টাকা (৪.) মোঃ কুদরত আলী নামে ব্যক্তির কাছ থেকে পাটনার নেওয়ার নামে নিয়েছেন ৪ লক্ষ টাকা। এমনি করে আরো অন্যান্য ব্যক্তিদের কাছে মোটা অংকের টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে ঐ প্রতারক শেখ শাহাউর রহমান বেলালের বিরুদ্ধে।

প্রতারিত হওয়া পাটনারগন এলাকায় বেশ কয়েক বার সালিশ বৈঠক করেও তাদের দেওয়া টাকা ফেরত পাচ্ছে না।

এই চার জনের মধ্যে বাঘাসুরা ইউপির হরিতলার আনু মিয়ার ছেলে কুদরত আলী জানান, আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, সাপ্তাহিক চেকপোস্ট (হবিগঞ্জ) পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শাহাউর রহমান বেলাল, কে খোঁজে পাচ্ছি না, UCB এজেন্ট ব্যাংকিং এর পাটনার করার কথা বলে আমার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছেন। পরে শাখা খোলার পর অফিসিয়াল ডকুমেন্টসে দেখি আমার নামে পাটনারে খবর নাই। পরে খবর নিয়ে জানতে পারি, আমার মতো আরও তিন জনকে UCB( ইউসিবি) এজেন্ট ব্যাংকিং এর নাম বিক্রি করে নিয়েছেন প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা নিয়েছেন তথা-কথিত এই সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল। গণমাধ্যম কর্মী হয়েও এমন বাটপারি কি করে করতে পারল আমিসহ এলাকার মানুষের বোধগম্য হয় না।
আমার জিবনের শেষ সম্বল টুকু বিক্রি করে আমি চার লক্ষ টাকা দিয়েছি। আজ আমি পথে বসতে চলছি এই প্রতারক, টাউট ও পাটপার সাংবাদিক বেলালের কারনে। আমার জীবনের শেষ সম্বল বিক্রি করে টাকা দিয়ে আজ দীর্ঘদিন যাবত বিচার সালিশ করে, তারিখে পর তারিখ গুনতে গুনতে আজ আমি নিশ্য হয়ে পড়েছি। আমার টাকা ফেরত দেবে বলে বাটপার বেলাল মাসের পর মাস ঘুমাচ্ছেন। সেই প্রতারক আওয়ামীলীগের দুষর। সে হবিগঞ্জ জেলা সদরের স্বেচ্ছাসেবকলীগে সহসভাপতি পদে দায়িত্ব পালনে রয়েছেন। বর্তমানে সে দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। সুযোগ পেলেই দেশ ছেড়ে পলাতক হবেন৷ আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের দৃশ্য গোচর করছি। যাতে এই প্রতারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্হা করা হয়৷

বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর এই বিষয়ে শেখ শাহাউর রহমান বেলালের সাথে যোগাযোগ করলে, কুদরতের কাছ থেকে টাকার নেওয়ার কথা স্বীকার করেন তিনি। কিন্তুক কবে দিবেন জিজ্ঞেসা করলে প্রতি উত্তরে একই কথা বলেন,আমাকে সময় দিতে হবে। এমনি তালবাহানা মাধ্যমে সময় ক্ষেপণ করে যাচ্ছেন শেখ শাহাউর রহমান বেলাল।

এমন কর্মকান্ড যদি গণমাধ্যম কর্মীদের দ্বারা সংগঠিত হয়, তাহলে মানুষ কার উপর আস্থা রাখবে। রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ হলো সাংবাদিকরা। যদি এমন হেন কর্মে লিপ্ত হয়, তাহলে গুটা সাংবাদিক সমাজ প্রশ্নবৃদ্ধ হবে না কেন? এর বিবিধ হওয়ার খুব জরুরী বলে মনে করছেন স্হানীয় সংবাদ কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!