(এস,এম, আলতাব হোসেন –বিশেষ প্রতিনিধি)–সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী চকনূর গ্রামে দরবেশ আব্দুর রহমান শাহ এর নেক আশীর্বাদে দরবেশ সোনাউল্লাহ ফকিরের আখরাবাড়ীতে বিশ্ব শান্তি কল্পে এক সাধুসভা,তত্ত্বালোচনা ও মহতী অনুষ্ঠানের আয়োজন করেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী “কৃষক দল।” উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম (সাবেক মেম্বার) ও সভাপতি সোনার মানুষ আখড়াবাড়ী ও দরবার শরীফ। তিনি স্বাগত ও শুভেচ্ছা বক্তৃতায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও মোবারক বাদ জানান। তিনি বলেন যে, দরবেশ সোনাউল্লাহ ফকির একজন সুফি সাধক ছিলন। বিশিষ্ট বাউল শিল্পী ছিলেন। “মানুষ ভজলে সোনার ামানুষ হবি -তরিকায় আল চিশতিয়া খানদানে সাবেরিয়া ও আউলিয়া মত অনুসারে -সোনার মানুষ আখড়াবাড়ী ও দরবার শরীফ একটি ধুমপান /মাদক ও রাজনীতিমুক্ত অসাম্প্রদায়িক আধ্যাত্নিক ভাবচর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভ্যতা, ভদ্রতা,শিষ্টতা ও শালিনতা বজায় রেখে এই অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত সকলকে অনুরোধ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ খলিলুর রহমান -সভাপতি, ৮নং পাঙ্গাসী ইউনিয়ন কৃষক দল। মারফত আলী ফকিরের বাউল গানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম চলতে থাকে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদার, দেশনেত্রী খালেদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ -৩।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব দুলাল হোসেন খান -সম্মানিত উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বি এন পি ও (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বি এন পি। জনাব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সম্মানিত উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বি এন পি। জনাব মোঃ শামসুল আলম খোকন -প্যানেল চেয়ারম্যান ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেন সেখ– যুগ্ম-সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বি এন পি। জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া -সিনিয়র সহসভাপতি -রায়গ্ঞ্জ উপজেলা বি এন পি। জনাব গাজী মোঃমজিবর মল্লিক, সাধারণ সম্পাদক -৮ং পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি,জনাব মোঃইকবাল হোসাইন -আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা ছাত্র দল।জনাব মোঃ শাকিল সরকার -আহ্বায়ক, সেচ্ছাসেবক দল,জনাব মোঃ আলামিন সরকার -সাবেক
আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোঃ রমজান আলী -সাধারণ সম্পাদক, পাঙ্গাসী ইউনিয়ন কৃষক দল। জনাব এস,এম,আলতাব হোসেন -সিনিয়র সহসভাপতি -পাঙ্গাসী ইউনিয়ন কৃষক দল। জনাব মোঃ বেলাল হোসেন -সাধারণ সম্পাদক অত্র দরবার শরীফ।জনাব আশরাফ আলী, জনাব আব্দুল ওয়াহাব সহ প্রমুক।বাউল, দেহতত্ত্ব, ভাণ্ডারী ও বিচ্ছেদ গানে গানে জাকেরান, আসেকান ও ভক্তবৃন্দরা আবেগে আপ্লুত হয়ে একে-অপরকে আপন করে বুকের মধ্যে ঝরিয়ে টেনে নিয়ে কোলাকুলি করতে থাকে। এই ভাবে চলতে থাকে উক্ত অনুষ্ঠান।ফজরের আযানের আগে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত সভাপতি এবং তোবারক নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় উপস্থিত সকলকে।
সভাপতি।জনাব মোঃ মোতালেব সরকার -যুগ্ম আহ্বায়ক, পাঙ্গাসী ইউনিয়ন। জনাব মোঃ টিক্কা খান বাউল, দেহতত্ত্ব, ও ভান্ডারী গানে অংশ নেয় শিল্পী সুমি সরকার, শিল্পী আশামনি,আব্দুর রাজ্জাক সহ আরো অনেক গুণী শিল্পীরা।