জাতীয় দৈনিক বিকাল বার্তা।স্টাফ রিপোর্টার
শেখ আমিনুল ইসলাম মানিক ।
হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলায় স্থানীয় মিরপুর বাজারে সিরাতুন্নবী সঃরএ মহা সম্মেলনে
২৬/০৪/২০২৪ইং তারিখে সিরাতুন্নবী (সঃ)এর সম্মেলনে এশার নামাজ পড়ার জন্য ওযু কানায় ওযু করার সময় কে বা কারা অপর প্রান্ত থেকে ইটপাটকেল ছুড়ে মেরে এতে কয়েকজন মুসল্লী আহত হন এ ঘটনা ঘটিয়েছে এর তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছেন
এলকা মুসলিলরা