ওয়াসিম সেখ, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে মাদ্রাসায় এতিম ও অসহায় শিশুদের মাঝে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার(১২ জানুয়ারি) বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থান তাহ্ফিজু কুরআন মাদ্রাসার এতিম ও অসহায় শিশু ছাত্র দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
কনকনে শীতের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পাঠানো শীতবস্ত্র দেখে এতিম কোমলমতি ছাত্ররা আবেগে আপল্লুত হয়ে পড়েন।
শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত কোমলমতি ছাত্র বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের দেওয়া শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই উপকারে আসবে। আমরা অনেক খুশি হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, তরুণ দলের সহ-সভাপতি বাবু, যুবনেতা মির্জা সুরুজ্জামান, রনি, হাসানসহ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে মির্জা মোস্তফা জামান মুঠো ফোনে বলেন, কঠিন এই শীতে সমাজের অসহায় শীতার্ত মানুষ ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে নির্দেশনা রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই নির্দেশনার আলোকেই আজকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।