স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে জানাই সালাম ও নমস্কার আগামী ৫ই জুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন উক্ত নির্বাচনে আপনার এবং আপনাদের পরিবারের মূল্যবান ভোট টি চশমা মার্কায় দিয়ে দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ দিন। সৎ ও যোগ্য প্রার্থী মামুন ভাই সবার কাছে দোয়া চাই, আয়রে তোরা ছুটে আয় চশমা মার্কায় ভোট চাই,আল্লাহু আল্লাহ রহম কর মামুন ভাই কে জয় কর, দেশবাসীর দোয়া চাই ভাইস চেয়ারম্যান হবে মামুন ভাই, লোহাগাড়াবাসীর উন্নয়ন মামুন ভাইয়ের প্রয়োজন, ৫ তারিখ সারাদিন চশমা মার্কায় ভোট দিন, শুভ শুভ দিন মামুন ভাইকে ভোট দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মামুন ভাইয়ের মালিক তুই আল্লাহ, একটি গোলাপ ফুটতে দিন চশমা মার্কায় ভোট দিন। চশমা নিল মামুন ভাই যেদিকে যাই গনসংযোগ দেখিতে পাই । মামুন ভাইয়ের সালাম নিন চশমা মার্কা ভোট দিন এই ধ্বনিতে মুখরিত হচ্ছে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়ন র্দীঘদিন যাবৎ অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে মামুন ভাই তার সুফল দিচ্ছে আজ লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের মানুষ। লোহাগাড়া উপজেলায় আর কোন প্রার্থীর গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়না মানুষ বলে এর নাম হচ্ছে ভালবাসা, ভালবাসা কাকে বলে দেখতে ও জানতে হলে মামুন ভাইয়ের গণসংযোগ দেখতে হবে।