1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
বর্তমানে কারো সাথে একটু মতপার্থক্য হলে‌ জব্দ করার প্রধান অস্ত্র হোলো “সাইকো সম্বোধন - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:১১|

বর্তমানে কারো সাথে একটু মতপার্থক্য হলে‌ জব্দ করার প্রধান অস্ত্র হোলো “সাইকো সম্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 153 জন দেখেছেন

 

প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার ভারত।

বর্তমানে কারো সাথে কারো মানসিকতার পার্থক্য হলেই সাইকো বলে খোটা দেওয়া হয়।একজন ব্যাক্তি যত না কোনো সমস্যায় পড়ে চিন্তানিত্ব থাকে,তার থেকে একজনের কথায় বেশি চিন্তানিত্ব হয়ে পড়ে।

বর্তমানের কমনকথা কারো সাথে মতের অমিল,বনিবনা না হলেই সেই ব্যক্তিকে সাইকো বলে উল্লেখ করা বা তার বৈশিষ্ট্য হিসেবে ধরা।

কাউকে সাইকো বলার আগে একবার ভাবা‌ উচিত
এই জগত সংসারে প্রতিটি মানুষই সুখ,দুঃখ এবং সমস্যা নিয়ে।একেকজনের পরিস্থিতি ও পরিবেশ আলাদা। তাই একেকজনের মেনে নেওয়া এবং আচরণ‌ভঙ্গী একেকরকম।কথাবার্তাও মানুষ মাত্রই ভিন্ন।তাই সুস্থ সময়ে যে কোনো মানুষের আচরণ সুস্থ্ই থাকবে।প্রয়োজনে তর্ক ও প্রতিবাদ করবে।একেকজন অনেকসময়ই প্রতিবাদ বা নিজের বক্তব্য রাখার সময়
স্বাভাবিক আচরণ করতে পারেনা বা স্থান,কাল ও পাত্রের জ্ঞান হারিয়ে ফেলে।সেই বিষয়টা আলাদা।
কিন্তু আজকাল মানুষকে মোখ্য জব্দ করার জায়গা হোলো – “তার সাইকো সমস্যা আছে”‌ এটা মুখের উপর বলা ও প্রচার করা।

যদি বিজ্ঞান ঘাঁটি তাহলে দেখতে পাবো বিজ্ঞানেও আছে প্রতিটি মানুষের একটু হলেও সাইকো আছে।তাই বলে এই নয় কেউ কাউকে জব্দ করা বা মানসিকভাবে আঘাত করার জন্য একজনকে সাইকো বলে চিহ্নিত করবে।

 

লেখক:
প্রিয়াংকা নিয়োগী,
কবি,গল্পকার, প্রাবন্ধিক, আবৃত্তিশিল্পী, কোচবিহার ভারত।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!