*নিজস্ব প্রতিনিধি:* নেত্রকোণার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩ মার্চ, সোমবার জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়। উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল। অভিযানে পরিবেশ অধিদফতরের জেলা কায্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। এটির মালিক পৌর শহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা—পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কায্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।