**নিজস্ব প্রতিনিধি* : নেত্রকোণা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত / আহত ০৯ (নয়) টি পরিবারের মাঝে ৪১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত ১৩-০৩-২০২৫ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসক, নেত্রকোণা’র সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ নেত্রকোণা’র আয়োজনে সড়ক দুর্ঘটনায় ট্রাস্টি বোডের সহযোগিতায় আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব বনানী বিশ^াস, নেত্রকোণা এঁর সভাপতিত্বে চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক, নেত্রকোণা জনাব সুখময় সরকার এবং বিআরটি এ নেত্রকোণা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব জি এম নাদির হোসেন সহ সকল কর্মকর্তা / কর্মচারীবৃন্দ। নিহত ০৮ (আট) টি পরিবারের মাঝে ০৫ (পাঁচ) লাখ করে এবং আহত ০১ (এক) টি পরিবারকে ০১ (এক) লাখ টাকা সহ সর্ব মোট ৪১ (একচল্লিশ) লাখ টাকার চেক হস্তান্তর করেন।