স্টাফ রিপোর্টার আব্দুস সালাম:নরসিংদী মনোহরদী বড়চাপায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাইজদিয়া গ্রামের ভবতোষ রায়ের ছেলে দেবাশীষ রায় (বাপ্পি) সে এলাকার আওয়ামী লীগের বড় নেতা বলে দাবি করে ক্ষমতা দাপট দেখিয়ে এলাকার নিরীহ মানুষের উপর মারধর জমি দখল চাঁদাবাজি তার হাত ছাড়া কিছুই হয় না বলে জানা যায় তার পাশের বাড়ির বিধবা সরস্বতীর বাড়িতে গিয়ে বাঁশ দিয়ে মেরে তাকে হাসপাতালে পাঠায়। তার ওই মেয়ে বিধবা সুমি তার ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্ট করে মনোহরদীতে ভাড়া থাকে তার ভয়ে বিধবা মা মেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।