মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ।
নড়াইলের কালিয়া উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার ৮ মার্চ সকাল ১০ টার দিকে উপজেলা মহিলা ও শিশু অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা ও শিশু কর্মকর্তা কেয়া দাস। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক , প্রাণী সম্পদ কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন। অনুষ্ঠানে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়।