মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী’র বেউরঝাড়ি সীমান্ত এলাকা থেকে আলিমুর রেজা নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ- বিষয়টি নিশ্চিত করেছেন।লে.কর্নেল তানজীর আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করে ইন্ডিয়ার তারকাঁটার বেড়া অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি।
বিশেষ করে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ৫ আগস্ট জনরোষের মুখে পলায়নের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে।
সবশেষ নতুন করে টানাপড়েন উস্কে দেয় সীমান্ত ইস্যু। সম্প্রতি ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক আইন অনুসরণ না করে কাঁটাতার নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের কয়েকটি জেলা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।