ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে একজন মটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৫ মে ২০২৫) সকালে কালীগঞ্জ- কোটচাঁদপুর মহাসড়কে লাউতলা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেনর বাড়ি মহেষপুর উপজেলার ১০নং লাটিমা ইউনিয়নের লাটিমা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মহেষপুর উপজেলার লাটিমা গ্রাম থেকে নিজের মটরসাইকেলে (পালসার১৬০সিসি) জাহাঙ্গীর হোসেন নিজের ১০ চাকার ট্রাকের সার্ভিসিং কাজ করার জন্য কালীগঞ্জে যাচ্ছিলেন। তালেশ্বর বাজার পার হয়ে লাউতলার কাছাকাছি পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক বাস মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মটরসাইকেল থেকে চালক জাহাঙ্গীর হোসেন ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।