মোঃ আরফাতুল ইসলাম (সানি) চকরিয়া কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে দক্ষতা অর্জন ও মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার (১৭ই মার্চ) বিকাল ৪টায় ধানসিঁড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল আলম সাগরের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক এইচএম রুহুল কাদের।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক সম্পাদক এ.কে.এম.বেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ ও সাংবাদিক ফরিদ বাবুল।
এসময় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বশির আল মামুন, জহিরুল ইসলাম জহুর, শাহজালাল শাহেদ, শাহরিয়ার মাহমুদ, জুনাইদ উদ্দিন, সাঈদী আকবর ফয়সাল, এইচ এম রুহুল কাদের, আবুল হোছাইন, ওয়াহিদুল ইসলাম রাহী, তৌহিদ সিকদার, এরফান উদ্দিন, রিদুয়ানুল হক, আরাফাত সানী, কফিল উদ্দিন, নুরুল ইসলাম সুমনসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা আজ পদে পদে নির্যাতিত ও অবহেলার শিকার হচ্ছেন। দেয়া হচ্ছে মিথ্যা মামলা। শিকার হচ্ছে হয়রানির। বিশেষ করে মফস্বলের সাংবাদিকরা এসব ষড়যন্ত্রের রোষানলে পড়ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই চকরিয়া প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করে সাংবাদিকদের অধিকার আদায় ও স্থায়ী ক্লাব নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এদিন সাংবাদিকতায় চ্যালেঞ্জ, দক্ষতা অর্জন নিয়ে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।