সুমাইয়া সুলতানা
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে ঘর ও দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে জমিতে আদালতের বিধিনিষেধ থাকলেও আইন অমান্য করে জমিতে বসত বাড়িসহ দোকানপাট নির্মাণ করছেন প্রভাবশালী দখলদার।।
কয়রা উপজেলা সদরে মদিনাবাদ গ্রামের দানবীর ইমান আলী সানার সাথে এমন ঘটনা ঘটেছে।নিজের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দানবীর ইমান আলী সানা কয়রা থানায় জমি দান,উপজেলার খেলার মাঠ করতে জমি দান,মসজিদ নির্মাণ সহ এলাকার উন্নয়নে নিজের জমি দান করে সামাজিক কাজে ব্যাপক অবদান রেখেছেন।কিন্তু তাঁর জমি অন্যরা জোর করে দখল করার বিষয়টি স্থানীয় জনসাধারণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংশায় দানবীর ইমান আলীর পক্ষে সালিশের রায় আসলেও এখনও তিনি জমি ফিরে পাচ্ছেন না।
দানবীর ইমান আলী সানার পাঁচটি খতিয়ানে সাড়ে বার বিঘা জমি দীর্ঘ ১৯৮৪ সাল থেকে জোর পূর্বক দখল করে আসেন প্রভাবশালী কয়েক ব্যক্তি।কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত কয়েকটি অভিযোগ করেছেন দানবীর ইমান আলী সানা।মামলার কারণে আদালত জায়গার ওপর বিধিনিষেধ প্রদান করলেও আইন অমান্য করে উক্ত সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেন তিনি। বিবাদীগণ ওই সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে বাড়ি নির্মাণ কাজ শেষ করে ঘরবাড়ি সহ দোকানপাট উত্তোলন করেছেন।সে সময় কাজে বাঁধা দিলে প্রভাবশালীরা দানবীর ইমান আলী কে মারধর এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করেন বলে তিনি অভিযোগ করেন। জমির প্রকৃত মালিক ইমান আলী সানা ও ইজহার আলী সানা পিতার পৈত্রিক সম্পত্তি রেকর্ড ১৯৮৪ থাকলেও তাদের অংশের জমি বুঝিয়ে না দিয়ে জবর দখল করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে। জমির দাগ নং মদিনাবাদ মৌজা ২৮/১৫৩এস-এ ১০৯ খতিয়ানে এক একর সাড়ে উনিশ শতক জমি ১ ও ২ নং সহ যথাক্রমে বিবাদীগণ তাদের অংশ মোতাবেক জমি বাদেও বাদীর বাকি অংশ জমিতে জোরপূর্বক জবরদখল করে বাড়ি নির্মাণসহ দোকানপাট করেছে।
দানবীর ইমান আলী সানা কয়রা সাংবাদিক ফোরামের অফিসে সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে বিবাদীগণ আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে বসত বাড়িসহ দোকানপাট নির্মাণ করেছে। এলাকার কিছু মাস্তান টাইপের লোকজন দিয়ে আমাকে ও পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। উক্ত জমিতে গেলে প্রাণে মেরে ফেলা সহ নানান রকম হয়রানি ও ক্ষতি করার চেষ্টা করছে। এ বিষয়ে গত ৩ ডিসেম্বর কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবেন এমনটাই কামনা করছি।