1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের আয়োজনে শব্দতীর্থ নি‌বে‌দিত কবিতা সন্ধ্যা অনুষ্টিত - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩৪|

কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের আয়োজনে শব্দতীর্থ নি‌বে‌দিত কবিতা সন্ধ্যা অনুষ্টিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪,
  • 135 জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ২০২৪ ইং সন্ধ্যায় চট্টগ্ৰাম জেলা শিল্পকলা একাডেমি’র আর্ট গ্যালারি হলে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কোলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারী’র আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান শব্দতীর্থ নিবেদিত ও কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্ৰাম বিভাগীয় কমিঠির উদ্যোগে, এবার_ফিরাও_মোরে শীর্ষক এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতপরঃ স্বাগত বক্তব্য ও কবিতাংশ আবৃত্তি করেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী এবং প্রতিষ্টাতা পরিচালক কবি ও সংগঠক সুমন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কানাডা প্রবাসী বিশিষ্ট কবি ও বিচিকশিল্পী দিলারা নাহার বাবু। তিনি কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের কানাডা কমিটির আহবায়ক , যিনি দীর্ঘদিন ভিন্ন ভাষার দেশে বসবাস করেও বাংলা কবিতা ও আবৃত্তি শিল্পের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। আয়োজনের পক্ষে হতে উনাকে উত্তরীয় ও পুষ্প স্তবক উপহার দিয়ে সন্মানিত করা হয়। অনুষ্ঠানে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়াকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভিষিক্ত করেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী, সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কবি শিরিন আফরোজ ও সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় কুমার বড়ুয়া। সমগ্ৰ অনুষ্ঠানটি সুললিত কথামালায় মোহনীয় উচ্চারনে প্রানবন্ত উপস্থাপন করেন কবি ও আবৃত্তি শিল্পী বনশ্রী বড়ুয়া রুমি, এবং সার্বিক সম্বনয় ও সভাপতিত্ব করেন কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া।
কবিতা সন্ধ্যায় আবৃত্তি করেন যথাক্রমেঃ- বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবু, সুপ্রিয় কুমার বড়ুয়া, প্রতিমা দাশ, সুচিত্রা ভট্টাচার্য, বনশ্রী বড়ুয়া, তটিনী বড়ুয়া, মুন্না চৌধুরী, শিরিন আফরোজ, জাহানারা মুন্নী, সিমলা চৌধুরী, স্বর্ণা তালুকদার, মুক্তা রানী দেবী, রনধীর নাথ, জাহাঙ্গীর আলম, স্মরণন্কর বড়ুয়া, শৌভিক চৌধুরী, সঞ্চিতা তালুকদার, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, শিশির আজাদ চৌধুরী, পলি লোধ, আলমগীর হোসেন, জিতেন্দ্র লাল বড়ুয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!