1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
একজন সফল উদ্যোক্তার গল্প - Bikal barta
১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৫:৪০|
সংবাদ শিরোনামঃ
নিয়ামতপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঝিনাইদহ কালীগঞ্জের ২ ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণের সম্মেলনে।  নরসিংদীতে আওয়ামী লীগ নেতা কর্তৃক নারী নির্যাতনের অভিযোগ।  পাবনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শহীদ সহ গ্রেফতার-৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েত শাখার পাঁচ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলে এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার উপলক্ষে সভা অনুষ্ঠিত কয়রা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা। সিলেটে ডেভিল হান্ট অভিযানে সিলেটে স্বেচ্ছাসেবকলীগ নেতা পান্না গ্রেফতার নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা  টেকনাফের মেরিন ড্রাইভে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

একজন সফল উদ্যোক্তার গল্প

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪,
  • 498 জন দেখেছেন

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি সজীব মিয়া।
সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলেই জীবনের সফলতা সম্ভব। উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমার দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে-এসব সাতপাঁচ ভেবে অনেকেই একধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান। আসলে উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাংক্ষা গড়ে তোলা।

কথা হয় সফল উদ্যোক্তা কাউসার এর সাথে তিনি বলেন-
সাক্ষাতে ফেসবুকে ফোনে যাঁরা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ।
জীবন থেকে ৩২ টি বছর কখন যে পার হয়েছে,নিজে বুঝতেই পারলাম না আজ ২৫/০১/২০২৪ ইং ৩৩ বছরে চলতে শুরু করেছি,
বয়স ৩২ চলাকালীন সময়ে যে মূল্যবান সম্পদ হারিয়েছি, এই জীবনে কোনো দিনই তার অভাব পূরন হবেনা, আর সম্ভবও না, সে হল, মা মায়ের জন্য সকলেই দোয়া করবেন, মহান আল্লাহ যেনো আমার মা কে, জান্নাতের উচ্ছ স্হান, দান করে,আমিন।
যদিও আমি কোন দিন প্রবাসে যায়নি তার পরেও নিজের অভিঙ্গতা থেকে বলছি,প্রবাস জীবন যে কত কষ্টের যাঁরা প্রবাসে আছে তারাই বুঝবে,তাই আমরা যারা বাংলাদেশে আছি তাদের সাথে উঁচু গলায় কথা নাবলি।
মিস ইউ বন্ধু আব্দুল হাকিম খন্দকার,এজে আশেকুজ্জামান সহ সকল রেমিট্যান্স যোদ্ধাদের জন্য রইল দোয়া ও ভালভাসা।

আগামী দিন গুলি যেনো ইসলামের ইমানের সাথে চলতে পারি সেই দোয়া করবেন। আসুন জেনে নেই এই ৩২ বছরে কি করেছে কাউসার এ আই টেকনিশিয়ান ।
কাইদা সিফারা কোরআন শরিফ, শিক্ষা গ্রহণ নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদ০২) ৫ম শ্রেণি উত্তীর্ণ নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।০৪ মাস কাঠমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করা।

কারিগরি প্রশিক্ষণ সেলাই ও ফেশন ডিজাইন লেডিস জেন্স ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ,রাজ মিস্তিরির যোগালি করা প্রায় ০২ মাস,বৈশাখ মাসে অটু মেশিন দিয়ে ৩ বছর ধান চুরা নানা বাড়িতে । এস.এস.সি উত্তীর্ণ বুধল উচ্ছ বিদ্যালয়। 👉(ধন্যবাদ প্রিয় শফিক স্যার), এইচ.এস.সি বাংলাদেশ অনমুক্ত বিশ্ব বিদ্যালয়।ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক শিল্পনগরী নন্দনপুর ০১/০৯/১৩ ইং হতে ৩১/১২/১৩ ইং পর্যন্ত ,গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপ মৌলিক ,প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও ভিডিপি হতে স্থান নন্দনপুর মতিউর রহমান মেম্বার বাড়ি নন্দনপুর ০২/১১/১৪ ইং ১৬/১১/১৪ ইং পর্যন্ত ।
বেসিক কম্পিউটার প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও ভিডিপ হতে স্থান ০৫ ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সহিলপুর ০৬/০৯/১৪ ইং হতে ১৭/১০/১৪ ইং পর্যন্ত,পলিং অফিসারের দায়িত্ব পালন ইউনিয়ন নির্বাচন কোন্ডা কাখে তোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৫ সাল👉 (ধন্যবাদ জনাব মেহের ভাই)।
নন্দনপুর_বিসিক_শিল্পন_গরীতে জামাল হাজীর ময়দার মিলে হেল্পার হিসাবে ০৬ মাস কাজ করা, বাংলাদেশ আনসার ও ভিডিপি নরসিংদী BRT হতে ড্রাইভিং প্রশিক্ষণ কমপ্লিট করে ও পেশাদার ডাইভার হিসেবে লাইসেন্স হাতে পাওয়া ০৪/১০/১৫ ইং ১২/১২/১৫ ইং পর্যন্ত , ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা কমলাপুর সোহাগ পরিবহনে সুপার ভাইজার ০৪ মাস।
মাহিন্দ্রা ট্রাক্টার দিয়ে ড্রাইভিং করা ও হেলপারি করা,বাংলাদেশ আনসার ও ভিডিপি হতে ২১ দিনের অস্ত্রসহ ভিডিপ প্রশিক্ষণ গ্রহণ করা ১০ রাউন্ড ফায়ার করা ৩ নট ৩ রাইফেল দিয়ে ২৫/০২/১৬ ইং হতে ১৬/০৩/১৬ ইং পর্যন্ত। নার্সারি ও বৃক্ষরোপণ প্রশিক্ষণ ০৯/০৫/১৬ ইং হতে ২২/০৫/১৬ পর্যন্ত। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর হতে চার মাস মেয়াদী এ আই টি প্রশিক্ষণ ১২/১২/১৬ ইং হতে ০৪/০৪/১৭ ইং পর্যন্ত ।

মাস ইন্টর্নি সদর উপজেলা ও একজন এ আই টেকনিশিয়ান সদস্যের সাথে শুভ বিবাহ ২০/০৯/১৭ ইং,বাংলাদেশ আনসার ও ভিডিপি হতে বন্যা জনিত দুর্যোগ ব্যবস্থাপনা মূলক প্রশিক্ষণ স্থান সুহিলপুর ০৫ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প ২১/১০/১৭ হতে ০৩/১১/১৭ পর্যন্ত ,নন্দনপুর বাজারে আমাদের মার্কেটে একটি ভেটেরিনারি ঔষধের দোকান দিলাম জনগণের কল্যাণের জন্য মেসার্স কাউসার মেডিকেল হল ২০১৭ ইং, মহান আল্লাহর রহমতে ১ম পুত্র সন্তানের পিতা হলাম নাম, সুলাইমান ইসলাম ১২/০৮/১৮ ইং।
মহান আল্লাহ আমাকে পছন্দ করেছে তাই আমার সরিলে এমন একটি অপারেশন হয়েছে যে অপারেশনের কারণে আমি আমার গর্ভধারণী মা বাবার জন্য আমি আবারও দ্বিতীয় জীবন ফিরে পাই ২৪/০৯/১৮ ইং
মহান আল্লাহর রহমতে ২য় পুত্র সন্তানের পিতা হলাম নাম, ইউসুফ ইসলাম ১৭/০১/২০ ইং,কোরবানির ঈদ উপলক্ষে সুহিলপুর গরুর বাজারে মেডিকেল টিমে দায়িত্ব পালন ১৫/০৭/২১ ইং, বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিলর হতে ৬০ তম ব্যাচ রোল নাম্বার ২০৬৬৯ সফলভাবে উত্তীর্ণ ১২/০৯/২১ ইং, আউট সোর্সিং প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তন সদর, ব্রাহ্মণবাড়িয়া (ধন্যবাদ বন্ধু Furkan Uddin Udc ) ১৫/০৬/২১ ইং , দেশব্যাপী জলাতঙ্ক নির্মূলে বুধল ইউনিয়নে কুকুরে ভ্যাকসিন করা ২৮/০১/২২ ইং হতে ০৫ দিন ০১/০২/২২ পর্যন্ত , মহান আল্লাহর রহমতে ১ম কন্যা সন্তানের পিতা হলাম নাম, আফরা জাহান নুসাইবা ১৪/১২/২৪ ইং।

রিফ্রেসার্স কোর্স ০৫ দিন স্থান ঢাকা সাভার ডেইরি ফার্ম ১৮/০২/২২ ইং হতে ২২/০২/২২ ইং পর্যন্ত , বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ০৭/০৪/২২ ইং, কোরবানির ঈদ উপলক্ষে সুহিলপুর গরুর বাজারে মেডিকেল টিমে দায়িত্ব পালন ০৫/০৬/২২ ইং, ইউনিয়ন নির্বাচনে সার্বক্ষনিক মনিটরিং দ্বায়িত্ব পালন ০৫/০১/২২ ইং, কোরবানির ঈদ উপলক্ষে মেডিকেল টিমে দায়িত্ব পালন স্থান সুহিলপুর গরুর বাজার ২২/০৬/২৩ ইং।

বিনা মূল্যে দেশ ব্যাপি ছাগলে/ ভেড়া পি পি আর টিকা প্রদান ক্যাম্পেইনে দ্বায়িত্ব পালন বুধল ইউনিয়নে ৩০/০৯/২৩ , আমার স্ত্রী কে ২ নং বুধল ইউনিয়নের দল নেত্রী হিসেবে যোগদান করানো। কার্যকারী সদস্য নন্দনপুর বাজার কমিটি ১০/১১/২৩ ইং, ভিডিপ পেনেলের মাধ্যমে ২১ দিনের অস্রসহ ট্রেনিং পাপ্ত পুরুষ কে চাকরি প্রদান (কয়েক জনকে)।২০১৪ ইং সাল থেকে ২০২৩ ইং সাল পর্যন্ত অস্রবিহিন ১০ দিনের গ্রাম ট্রেনিং ৩২ জন পুরুষ ৩২ জন মহিলা করে ১২৮ জন কে প্রশিক্ষন দেওয়া ।২০১৫ ইং সাল হতে ২০২৩ ইং সাল পর্যন্ত প্রায় ৩৫ জন পুরুষ / মহিলা কে কম্পিউটার প্রশিক্ষন করিয়েছি।
২০১৫ ইং সাল থেকে ২০২৩ পর্যন্ত ২১ দিনের অস্রসহ ট্রেনিং প্রায় ৪৫ জন পুরুষ কে প্রশিক্ষন করিয়েছি। ২০১৫ ইং সাল থেকে ২০২৩ ইং সাল পর্যন্ত সেলাই ও ফেশন ডিজাইনার প্রশিক্ষনে প্রায় ৫ জন মহিলা কে প্রশিক্ষন করিয়েছি।

২০১৫ ইং সাল থেকে ২০২৩ ইং সাল পর্যন্ত সোইটার ট্রেনিং পুরুষ প্রায় ০৫ জন কে প্রশিক্ষন করিয়েছি। ২০১৫ ইং সাল থেকে ২০২৩ ইং সাল পর্যন্ত ড্রাইভিং প্রশিক্ষনে প্রায় ২৫ জন পুরুষ কে প্রশিক্ষন করিয়েছি। ২০১৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত বন্যা জনিত দুর্যোগ ব্যবস্থাপনা মূলক প্রশিক্ষন প্রায় ৩০ জন কে প্রশিক্ষন করিয়েছি। ২০১৫ ইং সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নন্দনপুর বিসিক শিল্পনগরীতে বিভিন্ন পদে চাকরির সুযোগ করে দেওয়া। S.S.C মডেল টেস্টে ঝড়ে পরে যাওয়া কিছু ছাত্র /ছাত্রী কে বুঝি পরিক্ষা দেওয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বক্ষনিক মনিটরিং দায়িত্ব পালন করা। ০৭/০১/২৪ ইং,আরো অনেক মানুষের অনেক উপকার করেছি যা মুখে বলে লিখে শেষ করা যাবে না ,এখানে কোন প্রকার মিত্যা কথা বলিনি। লেখায় বা মনের ভাব প্রকাশ করাতে যদি কারো মনে কষ্ট লেগে তাকে তাহলে হমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।কেউ আমাকে হিংসা করবেন না ,এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুবন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!