নেত্রকোণা থেকে দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের দিকনির্দেশনায় সারা জেলায় অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন চলছে। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে ২০০ জন অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরন করেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। কম্বল বিতরনকালে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্থদের মানবিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।